লালপুরে মাদ্রাসা কমিটির সভাপতির বিরুদ্ধে মানব বন্ধন
প্রকাশ | ১৪ অক্টোবর ২০২১, ১৮:২০

নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর দাখিল মাদ্রাসায় চিহ্নিত মাদক ব্যবসায়ীকে এডহক কমিটির সভাপতি করার প্রতিবাদে মানব বন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলার নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার মূল ফটকে দাড়িয়ে এলাকাবাসী এ মানব বন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুমন বলেন, লালপুর উপজেলার চিহ্নিত মাদক ব্যবাসাযী জিয়াউর রহমানকে মাদ্রাসার সুপারের যোগসাজসে এডহক কমিটির সভপতি করা হয়েছে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে থানার নোটিশ বোর্ডে তাঁর ছবি ঝোলানা রয়েছে। এই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি করার জন্য তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এবিষয়ে মাদ্রাসার এডহক কমিটির সভপতি জিয়াউর রহমান বলেন, মানববন্ধনে এলাকার মানুষ উপস্থিত ছিলোনা। বাহিরের মানুষদের নিয়ে মানববন্ধন করেছে তাঁরা। তারা যে অভিযোগ করছে তা ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন।
যাযাদি/এসআই