শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ সমাবেশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ১৭ অক্টোবর ২০২১, ২০:৪৪

দেশের বিভিন্নস্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, বাড়ি-ঘরে অগ্নি সংযোগ এবং মন্দিরের ভক্তদের কুপিয়ে হত্যা, মহিলাদের উপর নির্যাতন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রোববার দুপুরে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদ উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির (সরল কালি বাড়ি) চত্ত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি সমীরন সাধু'র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, পূজা পরিষদের জেলা কমিটির পুজা বিষয়ক সম্পাদক অবঃ অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, জেলা নেতা দীপক কুমার মন্ডল, ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পরিষদ নেতা মনোহর চন্দ্র সানা, প্রাণকৃষ্ণ দাশ, কৃষ্ণপদ মন্ডল, মুরারী মোহন সরকার, সন্তোষ কুমার সরদার, হেমেশ চন্দ্র মন্ডল, উত্তম কুমার দাশ, সুনিল কুমার মন্ডল, প্রভাষক রবীন কর্মকার, পঞ্চানন সানা, তুষার কান্তি মন্ডল, পিযুষ কুমার সাধু, বাবুরাম মন্ডল, জগদীশ রায়, গৌরাঙ্গ মন্ডল, সাংবাদিক বি সরকার, স্নেহেন্দু বিকাশ, অপুর্ব রায়, কল্লোল মল্লিক, দ্বীজেন মন্ডল, মৃনাল কান্তি বাছাড়, ত্রিনাথ বাছাড়, কেষ্টপদ মন্ডল, মধুসূদন, উজ্জ্বল মন্ডল, সাংবাদিক অমল মন্ডল, সুজন বৈরাগী, রঞ্জন কুমার, পিন্টু ধর। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে