বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​নেত্রকোনার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ১৭ অক্টোবর ২০২১, ২১:২২

নেত্রকোনা সদর উপজেলার ১২টি ইউনিয়নে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদের প্রার্থীরা রোববার দলীয় নেতা ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে উৎসবমূখর পরিবেশে মনোয়নপত্র দাখিল করেছেন।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ইদি আমীন সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকদের জানান, নেত্রকোনা সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ১২ জনসহ ৪১ জন, মেম্বার পদে ৩৭৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে চল্লিশা ইউনিয়নে আ’লীগের প্রার্থী সৈয়দ মাহবুবুল মজীদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার ফকির, মজিবুর রহমান, দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে আ’লীগের প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মো. স্বপন মিয়া, মো. নাসির উদ্দিন রানা, মো. জালাল খান, মো. সেলিম আজাদ সেলিম, খন্দকার আজিজুর রহমান, মো. আবুল কালাম, মেদনী ইউনিয়নে আ’লীগের প্রার্থী মো. জিল্লুর রহমান খান নোমান, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান খান, কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে আ’লীগের প্রার্থী মো. আমজাদ হোসেন খান, স্বতন্ত্র প্রার্থী মো. মোজাম্মেল হোসেন, মো. আব্দুর রহিম, এ আর আলী আজগর খান শারীফ, আমতলা ইউনিয়নে আ’লীগের প্রার্থী মো. আব্দুর রউফ সবুজ, স্বতন্ত্র প্রার্থী মো. শফিউল্লাহ্, সিংহের বাংলা ইউনিয়নে আ’লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, স্বতন্ত্র প্রার্থী মো. আলী আহসান, মোফাক্কারুল হোসেন মিলন, ঠাকুরাকোনা ইউনিয়নে আ’লীগের প্রার্থী মো. আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান তালুকদার, মো. রফিকুল ইসলাম খান, লক্ষীগঞ্জ ইউনিয়নে আ’লীগের প্রার্থী মো. আজহারুল হক তুহিন, স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুল কাদের সুজা, মদনপুর ইউনিয়নে আ’লীগের প্রার্থী মোস্তফা ই কাদের, স্বতন্ত্র প্রার্থী মো. মহোসীন, ফরিদ আহমেদ ফকির, কাইলাটী ইউনিয়নে আ’লীগের প্রার্থী মো. মজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন, নাজমুল হক, মৌগাতী ইউনিয়নে আ’লীগের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান খান আবুনী, স্বতন্ত্র এ এফ এম মহিউল ইসলাম খান ফজল, মো. সাখাওয়াত হোসেন রাজন, রৌহা ইউনিয়নে আ’লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী মো. রজব আলী ফকির, ফরিদা ইয়াসমিন, হাজী মো. আব্দুল হাই, শফিকুল ইসলাম বাতেন, মো. নূর মোমেন প্রমুখ উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে