​নীলফামারী জেলা পরিষদের উদ্দ্যোগে শেখ রাসেল দিবস পালিত

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২১, ২১:১৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০২১, ২১:৩২

স্টাফ রিপোর্টার নীলফামারী

 

 

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শেখ রাসেল দিবস উদ্যাপন করলো নীলফামারী জেলা পরিষদ। কর্মসূচীর মধ্যে ছিল জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া।

 

সোমবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মচারীরা শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। জেলা পরিষদের সন্মেলন কক্ষে “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহম্মেদ, সদস্য সাইদুর রহমান এ্যাপোলো, আব্দুল হান্নান ও শিউলী আক্তারসহ পরিষদের কর্মচারীবৃন্দরা।

 

পরে শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 

যাযাদি/এসআই