শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​ পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

দিনাজপুর প্রতিনিধি
  ১৮ অক্টোবর ২০২১, ২১:৩৩

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস্য হামলার প্রতিবাদে দিনাজপুর জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সোমবার বিকেল ৪টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি থেকে এই মিছিলটি বের হয়। মিছিলটি দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ বাসুনিয়াপট্টিস্থ দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, ছাত্রলীগ নেতা আকাশ, নোমান, লিমন, নাসিফ, জিওন, রাব্বি, অনিক, তারেক প্রমুখ।

বক্তারা বলেন, রংপুরের মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের উপর যেভাবে নৃশংস হামলার ঘটনা ঘটেছে যা স্বাভাবিক মস্তিস্কের মানুষের দ্বারা সম্ভব নয়। এদের প্রতিহত করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশ আজ অনেক দুর এগিয়ে গেছে। সেই সাফল্য দেখে ঈষান্বিত হয়ে একটি গোষ্ঠী সমাজে অরাজকতা সৃষ্টি করছে। যারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে