বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​নবীগঞ্জে মাদকসেবী ও দাঙ্গাবাজ সালাম, মঙ্গলের জামিন নামঞ্জুর

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ১৯ অক্টোবর ২০২১, ১৯:৫৮

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামস্থ বাংলাবাজার এলাকার বহুল আলোচিত দুই সন্ত্রাসী ও দাঙ্গাবাজ সালাম ও তার ভাগনে মঙ্গলের জামিন নামঞ্জুর করেছে আদালত। ১৩ অক্টোবর শিশু বাচ্চা রিয়াজ ও তার পিতার ওপর অতর্কিত হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। এ খবর নিশ্চিত করেন বাদী পক্ষের নিয়োজিত আইনজীবী ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ। চাঞ্চল্যকর ওই ঘটনায় মঙ্গলবার সালাম সহোদর রহিম ও তার পুত্র দিলালকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৩ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে রিয়াজ (১৩) নামের এক শিশুকে নির্দয় নির্যাতন করে ওই গ্রামের মৃত ইজন চৌকিদারের পুত্র আব্দুর রহিম। খবর পেয়ে রিয়াজের পিতা আবু বক্কর তালুকদার তাকে উদ্ধার করে। এ সময় বাংলাবাজার নিয়ে আসার পথে রহিমের সহোদর সন্ত্রাসী বজলের ভাড়াটিয়া বাসা থেকে রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে পিতাপুত্রকে গুরুতর আহত করে আলোচিত সন্ত্রাসী মঙ্গল মিয়া, বজল, ফজল মিয়া, সালাম ও আব্দুস ছালেক, দিলাল, রহিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত।

এ ঘটনাকে নজিরবিহীন হিসেবে অভিহিত করেন এলাকার এ ঘটনায় রিয়াজের সহোদর কলেজছাত্র রেদুওয়ান আহমদ ১৭ অক্টোবর ৮ জনসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এলাকার শান্তি, শৃঙ্খলা রক্ষায় চৌকিদার ইজনের পুত্র সালাম এবং তাহিদের পুত্র মঙ্গলকে ধরতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করে পুলিশ। জনতার রোষানল ও গ্রেপ্তার এড়াতে দুই দুর্বৃত্ত মঙ্গলবার সকালে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। তাদের অপকর্মের রেকর্ড পর্যালোচনা করে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি নেমে এসেছে। এদিকে, পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, কুর্শি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মাদক ও নারী ব্যাবসায় তালিকাভুক্ত সন্ত্রাসী হচ্ছে এনাতাবাদ গ্রামের মৃত ইজন চৌকিদারের পুত্র আব্দুস সালাম ও তার ভাগনে মঙ্গল মিয়া। ইতিপূর্বে হত্যা মামলা, নারী ব্যবসা ও মাদকের মামলায় গ্রেপ্তার হয় ইজনপুত্র সালাম।

এছাড়াও তাহিদ পুত্র মঙ্গল কর্তৃক বাংলাবাজার সিএনজি (অটোরিকশা) স্ট্যান্ড দখল বাণিজ্য ও চাঁদাবাজিতে অতিষ্ঠ লোকজন তাকে গণধোলাই দিয়ে এলাকা ছাড়া করেন। সম্প্রতি সে আবারও স্ট্যান্ড দখল ও বাংলাবাজার এলাকায় আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র করছিল। এ নিয়ে কুর্শি ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বে নিয়োজিত এসআই লুৎফর রহমান বলেন, বাংলাবাজার এলাকায় আইন শৃঙ্খলার উন্নয়নে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে