বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​গফরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মিছিলে মানুষের ঢল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৯ অক্টোবর ২০২১, ২০:২৩

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাম্প্রদায়িকতা বিরোধী ‘শান্তি ও সম্প্রীতি’ মিছিলে মানুষের ঢল লক্ষ করা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ও পৌরসভা যুবলীগ এবং উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৃথক তিনটি সাম্প্রদায়িকতা বিরোধী ‘শান্তি ও সম্প্রীতি’ মিছিল বের করা হয়। পৌর শহরের মধ্যবাজার দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ, রেলস্টেশন চত্বর থেকে উপজেলা ও পৌর শাখা যুবলীগ এবং শহরের ম্যাক্সিস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা ছাত্রলীগ মিছিল বের করে। মিছিলে হাজার হাজার দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ‘শান্তি ও সম্প্রীতি’ মিছিল উপলক্ষে সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে উপজেলা সদরে।

মিছিলে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন বাদল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পদক অধ্যাপক মতিউর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগ নেতা ও লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, চরআলগী ইউপি চেয়ারম্যান মো. মাছুদুজ্জামান, যশরা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আওরঙ্গ হেলাল, উপজেলা যুবলীগ আহ্বায়ক সালাউদ্দিন পলাশ, পৌরসভা যুবলীগ আহ্বায়ক মাহমুদ হাসান সজিব, যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান সানিল, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মন্ডল প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে