চিতলমারীতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২১, ২০:৩১

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

 

বাগেরহাটের চিতলমারীতে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে কেক কাটা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার দুপুর ১টায় নবলোক পরিষদের কৈশোর কর্মসূচির আওতায় খাসেরহাট কিশোর ক্লাবের সদস্যদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন নবলোক পরিষদের উপ-নির্বাহী পরিচালক (অর্থ ও ঋণ) মো. আলতাফ হোসেন, পরিচালক (নিরীক্ষা) এম শফিকুল ইসলাম, কর্মসূচি সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার পুলক চন্দ্র সরকার, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি পংকজ রায় প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

এছাড়াও শেখ রাসেল দিবস উপলক্ষে নবলোক পরিষদরে উদ্যোগে বিভিন্ন এলাকায় দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।   

 

যাযাদি/ এস