​কালীগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্বোধন

প্রকাশ | ২১ অক্টোবর ২০২১, ১৫:৫০

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

 

 

গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন সড়কে বর্ণাঢ্য আয়োজনে কোম্পানীর নিজস্ব শো-রুম ওয়ালটন ৩৮৭ নম্বর প্লাজার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে ডিভিশন-৪ গাজীপুর ইস্ট এরিয়ার আওতাধীন এ প্লাজার উদ্বোধন করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন।

 

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান, কালীগঞ্জ পৌর কাউন্সিলর মো. আফসার হোসেন, মো. বাদল হোসেন, আমিরুন্নেসা ও নার্গিস সুলতানা উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন ওয়ালটনের ডেপুটি সিইও আবুল কালাম আজাদ। ওলালটনের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন চিফ ডিভিশনাল অফিসার ওয়াহিদুজ্জামান তানভীর, হেড অফ ক্রেডিট কামরুজ্জামান, ক্রেডিট সেকশন হেড শাহাদাৎ হোসেন, এরিয়া ম্যানেজার (গাজীপুর ইস্ট) রাজীব ফেরদৌস,  (গাজীপুর ওয়েস্ট) নূর আলম সিদ্দিকী, ক্রেডিট মনিটর মো. শাকিল হোসেন, কালীগঞ্জ প্লাজার ম্যানেজার মোহাম্মদ ইলিয়াসসহ গাজীপুর ইস্ট এন্ড ওয়েস্ট এরিয়ার সকল প্লাজা ম্যানেজারবৃন্দ।

 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন কালীগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমান ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মোশারফ হোসেন। অনুষ্ঠানে আগত অতিথি ও ওয়ালটনের কর্মকর্তাবৃন্দ বেলুন ও শান্তির প্রতিক পায়না উড়িয়ে দেন। পরে ফিতা কেটে প্লাজার উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান ওয়ালটনের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে অতিথিদের ওয়ালটনের পণ্য উপহার দেন। অনুষ্ঠান শুরুর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী কালীগঞ্জ শহরের প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। 

 

যাযাদি/এসআই