পাইকগাছা উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ | ২১ অক্টোবর ২০২১, ১৭:৩২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

 

পাইকগাছা উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

ইউএনও মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, ভ্যাটেনারী সার্জন ডাঃ পার্থ প্রতীম রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদ উল্লাহ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ডিলার রাম প্রসাদ পাল ও কৃষক সবুর মোড়ল।

 

সভায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫৫৫ জন কৃষককে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়।

 

যাযাদি/এসআই