বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​ নেত্রকোনায় ৩১ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২১ অক্টোবর ২০২১, ১৮:৩৯

নেত্রকোনার দুর্গাপুরে ৩১ বিজিবির সদস্যরা বৃহস্পতিবার বিকেলে সীমান্ত এলাকায় ফাঁদ পেতে বিপুল পরিমান ভারতীয় শাড়ি জব্দ করেছে। এর মধ্যে ভারতীয় বেনারশি ৭৮ পিস, সর্দ্দ প্রিন্ট জরজেট ৫৮৯ পিস। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৮ হাজার ৫০০ টাকা।

নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ.এস.এম জাকারিয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তবর্তী দুর্গাপুরের বারমারী এলাকায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৬৫ হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর নামক স্থানে বিজিবি সদস্যরা ওৎ পেতে থাকে। এ সময় চোরাকারবারীরা আসতে থাকলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে ভারতীয় বেনারশি ৭৮ পিস, সর্দ্দ প্রিন্ট জরজেট ৫৮৯ পিস শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়িগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেয়া হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে