চিতলমারীতে সৌহার্দ-সম্প্রীতি বজায় রাখতে পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রকাশ | ২১ অক্টোবর ২০২১, ১৮:৪০

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

 

 

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাগেরহাটের চিতলমারীতে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় থানা সভাকক্ষে এ মতবিনিময় সভায় চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিএম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান, চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মিসেস হেলেনা রেজা, বড়বাড়িয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা ফরিদ হোসেন, মাওলানা সাকাওয়াত হোসেন প্রমুখ।

 

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মহাসিন আলী রেজা, উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও  গ্রাম পুলিশ, ইমাম, পুরোহিত ও সুশীল সমাজের নেতারা। 

 

এ সময় বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিএম তার বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখানে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো গুজবে কান না দেওয়ার জন্যও তিনি সবার প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি অরক্ষিত মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়ার ব্যাপারেও মন্দির কমিটিতে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।

 

যাযাদি/ এস