​বরিশালে দুই পেট্রোলপাম্পকে জরিমানা

প্রকাশ | ২১ অক্টোবর ২০২১, ২১:৪৩

বরিশাল অফিস

 

ভোক্তা পর্যায়ে পরিমাপে কম জ্বালানী তেল সরবরাহ করায় বরিশালে ২ টি পেট্রোলপাম্পকে অর্ধ লক্ষাধীক টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বৃহষ্পতিবার (২১ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

তারা জানান, বরিশাল নগরের নথুল্লাবাদ ও ঢাকা-বরিশাল হাইওয়ে এলাকার ৬ টি পেট্রোল পাম্পে বাজার তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ লিটার অকটেনে ২৫০ মি.লি.কম সরবরাহ করার অপরাধে নথুল্লাবাদ এলাকার ইসরাইল তালুকদার পেট্রোল পাম্পকে ৪০ হাজার টাকা এবং ৫ লিটার অকটেনে ১৫০ মি.লি.কম সরবরাহ করার অপরাধে এয়ারপোর্ট থানাদীন তিলক কলাডেমা এলাকার সারা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের একটি টিম।

 

যাযাদি/ এস