সাম্প্রদায়িক হামলার মাধ্যমে অপরাজনীতি করছে বিএনপি: ঝিনাইদহে আ ফ ম বাহাউদ্দিন নাছিম

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২১, ১৫:১৫

ঝিনাইদহ প্রতিনিধি

দুর্গা পূজার সময় দেশের বিভিন্ন স্থানে মন্দিরে ও পূজার পরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার মাধ্যমে অপরাজনীতি করছে বিএনপি। সেই হামলার চিত্র ফেসবুকে দিয়ে তথ্য সন্ত্রাস ছড়াচ্ছে মির্জা ফখরুলসহ তার অনুসারীরা। তারা মানুষকে উষ্কে দিচ্ছে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাদ্দিন নাছিম।

 

শনিবার সকাল ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পারভীন জামান কল্পনা, ঝিনাইদহের বিভিন্ন আসনের সংসদ সদস্য সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাদ্দিন নাছিম আরও বলেন, আজ যখন শেখ হাসিনার নের্তৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামাত সেই উন্নয়নের ধারাকে ব্যাহত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। দেশের মানুষের মধ্যে তারা দ্বিধা বিভক্তে লিপ্ত হয়েছে। তাদের সেই অপরাজনীতি তৃণমুল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সকলে মিলে প্রতিহত করতে হবে।

 

তিনি  বলেন, জনগনই দেশের মালিক। আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। কেননা আপনারাই দেশের পাহারাদার, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির একমাত্র মুখপাত্র। বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, উন্নয়নের রোল মডেল তা বিশ্বাসির কাছে তুলে ধরতে হবে। এদিকে বর্ধিত সভা শেষে তৃণমুল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতাকর্মীরা।

 

যাযাদি/ এমডি