শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্গা মন্দিরে হামলা ও ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ২৩ অক্টোবর ২০২১, ১৫:৫৩

শারদীয় দুর্গা মন্দিরে হামলা ও ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে গণ অনশন, গণ অবস্থান, মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী উপজেলা পরিষদের সামনে শনিবার সকাল থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সভা করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি-মহেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক মধুসূদন রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপীনাথ রায়, স্বপন আচার্য, কৃষ্ণ চন্দ্র রায়, উমাচরণ বর্মন, মুকুল চন্দ্র সরকার প্রমুখ। বক্তারা হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে