বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

​ নোয়াখালীতে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ২৪ অক্টোবর ২০২১, ১৪:২৩

দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে এবং এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে আজ রোববারও মানববন্ধন-সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।

সকাল ১১টায় নোয়াখালী টাউন হলের মোড়ে মানববন্ধন ও সমাবেশ করে মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সার্জেন্ট জহুর-অদুদ স্মৃতি পরিষদ।

এ সময় মুক্তিযোদ্ধা সংসদ বৃহত্তর নোয়াখালী জেলা ইউনিটের সাবেক সভাপতি মিনাজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, নোয়াখালী জেলা ইউনিটের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি কাজী মানছুরুল হক খসুরু, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহম্মেদ পোকরাজ, মুক্তিযোদ্ধা সন্তান সাইফুল ইসলাম ভিপি সুমন, জেলা আওয়ামী লীগের সদস্য মিঠুন ভট্ট প্রমুখ।

একই সময় জেলা সিভিল সার্জন অফিসের সামনে মানববন্ধন- সমাবেশ করে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)।

এ সময় জেলা বিএমএ সভাপতি ডা: এম নোমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎক পরিষদ নোয়াখালীর সাধারণ সম্পাদ ডা: মাহবুবুর রহমান সহ চিকিৎসক নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে পড়া-মহল্লায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে