এ্যাসিডে দগ্ধ মর্জিনার অপরাধীদের বিচার দাবিতে আশুগঞ্জে নারী সমাজের মানববন্ধন

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২১, ১৬:২৯

অনলাইন ডেস্ক

 

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুরে প্রতিপক্ষের দেয়া এ্যাসিডে দগ্ধ মর্জিনার অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে আজ রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

           

রোববার সকালে উপজেলা প্রতিবাদী নারী সমাজের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আলমনগর নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী মনোয়ারা বেগম।

           

মানববন্ধনে এ্যাসিডদগ্ধ মর্জিনা বেগম, শরীফপুর আশার আলো নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী জোৎস্না চৌধুরী, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, আলমনগর নারী উন্নয়ন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জরিনা বেগম, যাত্রাপুর নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী শিরিনা বেগম, সহ-সভাপতি রিনা বেগম, তালশহর নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী ইমনি ইসতিয়ান, সাধারণ সম্পাদক রায়হানা বেগম, আড়াইসিধা নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী আম্বিয়া বেগম, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আবদুল্লাহ লিপি, শরীফপুর মানুষ মানুষের জন্য নারী সংগঠনের সভানেত্রী শরিফা বেগম, সাধারণ সম্পাদক রিনা বেগম প্রমুখ।

           

মানববন্ধনে বক্তারা এ্যাসিডদগ্ধ মর্জিনার উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

 

যাযাদি/এসআই