শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরুড়ায় পল্লী চিকিৎসকদের কোভিড ১৯ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

বরুড়া প্রতিনিধি
  ২৪ অক্টোবর ২০২১, ১৬:৪৪

কুমিল্লার বরুড়ায় পল্লী চিকিৎসক দের নিয়ে কোভিড ১৯ সম্পর্কে বৈজ্ঞানিক সেমিনার দিক নির্দেশনা ব্যবস্থাপনা ও নতুন পণ্যের পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে।

২৪শে অক্টোবর দুপুর বারটায় বরুড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রেনেটা লিমিটেডের আয়োজনে বরুড়া উপজেলা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেনেটা লিমিটেডের মেডিকেল বিষয়ক ম্যানেজার ডাঃ আদনান রহমান, ধন্যবাদ জ্ঞাপন করেন এরিয়া ম্যানেজার (বিক্রয়) মাহমুদ আলম, জেলা বিক্রয় কর্মকর্তা উসমান মৃধা। পল্লী চিকিৎসক আশীষ কুমারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক বিশ্বনাথ নন্দী, সোহরাব হোসেন সোহাগ, উত্তম কুমার ভাওয়াল নূর মোহাম্মদ জুয়েল, কাজল ভৌমিক, কোরআন তেলাওয়াত ইকরামুল হক নোমান, গীতা পাঠ করেন তরুণ কান্তি সরকার।

এদিন আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রায় শতাধিক পল্লী চিকিৎসক বৃন্দ।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে