​ সাগরে যেতে প্রস্তুত কুতুবদিয়ার জেলেরা

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২১, ১৭:৫২

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

 

 

ইলিশ মাছ ধরার ওপর সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে কাল। তাই জাল ও ফিশিং বোর্টসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে প্রস্তুতি নিচ্ছেন কুতুবদিয়ার জেলেরা।

 

সোমবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারে যাবেন। মাছ ধরাকে কেন্দ্রে করেই কর্মব্যস্ত হয়ে পড়বেন তারা।

 

ইলিশ শিকার করে গত ২২ দিনের ধার-দেনা পরিশোধের পাশাপাশি ক্ষতি পুশিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলেও আশাবাদী জেলেরা।

 

কুতুবদিয়া উপজেলার আমজাখালী, আলী আকবর ডেইল, আকবর বলির পাড়াসহ উপজেলার বিভিন্ন ঘাটে গিয়ে দেখা গেছে, জাল প্রস্তুতের পাশাপাশি ফিশিং বোর্ট মেরামত এবং জাল বুনছেন। মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং দীর্ঘদিনের প্রস্তুতি হিসেবে নেওয়া হচ্ছে চাল-ডালসহ নিত্যপণ্য।

 

 

অমজাখালীর জেলে আজম জানান, আশা করি এবার মাছ বেশি পাবো এবং পরিবারের মুখে হাসি ফুটাতে পারবো। 

 

আকবর বলির পাড়ার ট্রলার মালিক আবুল খায়ের জানান, আমরা ২২ দিনের সরকারের দেয়া নিষেধাজ্ঞা যথাযথ ভাবে মেনে চললেও বিদেশি জেলেরা আমাদের জলসীমান্তে প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়া দরকার বলে জানান তিনি।

 

কুতুবদিয়া উপজেলার মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, গত বছর যেমন আমরা নিষেধাজ্ঞা মেনে ছিলাম যার কারণে তখন মাছও বেশি পেয়েছি। এবারও নিষেধাজ্ঞায় আমরা ঠিকঠাক পালন করেছি তাই বেশি মাছ পাবো বলে আশাবাদী।

 

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় সরকার ইলিশের প্রজনন মৌসুম চিহ্নিত করে ৪ অক্টোবর থেকে ২৫  অক্টোবর পর্যন্ত ২২ দিন পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেন।

 

যাযাদি/এসআই