শ্রীমঙ্গলে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২১, ১৮:৫৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গা পূজা ও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক প্রতিমা ভাংচুর, সনাতন ধর্মালম্বীদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ, লুটপাট, ধর্ষন এবং হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলার শতাধিক সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে।

 

রোববার (২৪ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন রায়। পুজা উদযাপন পরিষদের নেতা সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় এ সময় বক্তব্যদেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল শীল, সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিতালী দত্ত, ডা: হরিপদ রায়, জহর তরফদার, অজয় দেব, মুকুল দেব রায়, তুষার কান্তি সরকার, সুব্রত দেব, সমুন রায়, বিভু রায়, ছুটন চৌধুরী ও সমির বিশ্বাস প্রমুখ। প্রতিবাদ সমাবেশে শতাধিক সংগঠনের ভেনারে সম্প্রতি সময়ে সাম্প্রদায়িক এই বিষয়গুলোকে বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পাদন করা যাতে ভবিষতে কেউ এমন দুস্কর্ম করতে সাহস না পায়।

 

যাযাদি/ এস