মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নকল টিভি-ফ্রিজ বিক্রিতে আড়াই লাখ টাকা জরিমানা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৪ অক্টোবর ২০২১, ১৮:৫৪

টেলিভিশন-ফ্রিজসহ অন্যান্য নকল ইলেট্রনিকস পণ্য বিক্রির অভিযোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি দোকানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর।

রবিবার (২৪ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৪ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় পৌর শহরের ষ্টেশন রোড এলাকায় মেসার্স ইকবাল ইলেকট্রিক ও ইলেকট্রনিকস নামক দোকানে এ অভিযান চালায়। এ সময় মেসার্স ইকবাল ইলেকট্রিক ও ইলেকট্রনিকসকে আড়াইলাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নিশাত মেহের জানান, বিভিন্ন ব্র্যান্ডের নকল টিভি-ফ্রিজসহ ইলেট্রনিকস পণ্য বিক্রির অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে