বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনায় গাজীপুরে শূণ্য সংক্রমণ-মৃত্যুর দিনে ডেঙ্গুতে ভর্তি ২৩

গাজীপুর প্রতিনিধি
  ২৪ অক্টোবর ২০২১, ১৯:০৫

গাজীপুরে গত ২৪ ঘন্টায় করোনার ৬৪টি নমুনা পরীক্ষা ফলাফলে শূন্য শনাক্ত ও মৃত্যুর প্রতিবেদন পাওয়া গেলেও টঙ্গীর ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালটিতে ২৩জন ডেঙ্গু রোগী ভর্তি থাকার তথ্য পাওয়া গেছে।

রোববার গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুল ইসলাম দেয়া তথ্য মতে গত ২৪ ঘন্টায় গাজীপুরে ৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে কোন নমুনায়ই করোনার জীবানু পায়ওয়া যায়নি বা করোনায় কেউ মারা য়ায়নি।

সিভিল সার্জন আরো বলেন, এযাবৎ গাজীপুরে একলাখ ৩৫হাজার ৩২৬টি নমুনা পরীক্ষায় ২৪হাজার ৭৮১ পজেটিভ, ৪৯৩ জনের মৃত্যু এবং ২৪হাজার ৬৫জন করোনা মুক্ত হয়েছে।

অপরদিকে টঙ্গীতে ডেঙ্গু ডেডিকেটেড শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রোববার দুপুর পর্যন্ত ২৩জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১৩জন পুরুষ, ৮জন মহিলা এবং ২জন শিশু রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মুকুল। তিনি আরো জানান, গত সাড়ে ৩মাসে এ হাসপাতালে ১হাজার ৭জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছিল, তাদের মধ্যে ৯৮৪জন রোগমুক্তি হয়েছে এবং জটিল অবস্থায় ২৯জন ডেঙ্গু রোগীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে