বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোয়ালমারীতে অগ্রণী ব্যাংকের কর্মপরিকল্পনা সভা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  ২৪ অক্টোবর ২০২১, ১৯:২৪

প্রকাশ্যে কৃষি,পল্লি ঋণ আদায় ও বিতরণ বাস্তবায়নের লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড বোয়ালমারী শাখার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বোয়ালমারী শাখা কার্যালয়ে রোববার (২৪ অক্টোবর) বেলা ১২টায় শাখা ব্যবস্থাপক মো. রেজাউল শেখের সভাপতিত্বে ব্যাংকটির ঋণের আওতাধিন চতুল ইউনিয়নের প্রান্তিক কৃষকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চতুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চতুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য মো. জালাল উদ্দিন শিকদার, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. এনায়েত হোসেন মনির প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে নানাভাবে কৃষি সহায়তা দিয়ে যাচ্ছে, যার একটি অংশ কৃষি ও পল্লি ঋণ। স্বল্পসুদে এ ঋণ নিয়ে সঠিক ভাবে ব্যবহার করতে হবে। তাহলে ঋণ পরিশোধে বেগ পেতে হবে না।

এসময় তিনি কৃষকদের ঋণের যথার্থ ব্যবহারের জন্য নানা পরামর্শ দেন ও বেশ কয়েকজন কৃষকের হাতে ঋণের অর্থ তুলে দেন।

যাযাদি/ এসb

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে