শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে বিষ পানে গৃহবধূর আত্মহত্যা

নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  ২৪ অক্টোবর ২০২১, ২০:২১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কীটনাশক (বিষ) পান করে আয়েশা (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

রবিবার ২৪ অক্টোবর সকাল সাড়ে ৮ টায় সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা ৬ নং ওয়ার্ড বড় ছনখোলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে এই প্রতিবেদকে নিশ্চিত করেছেন পুলিশ অফিসার নুরুল ইসলাম।

নিহত আয়েশা নাইক্ষ্যংছড় উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা গ্রামের আবুল কাসেমের ছেলে প্রতিবন্ধী আলী আহম্মদ এর দ্বিতীয় স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকালে গৃহবধূ আয়েশা তার শাশুর ও স্বামীর মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে বাড়ির সবার অজান্তে সকাল ৮টার দিকে আয়েশা কীটনাশক পান করেন। পরিবারের লোকজন তা বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ৮টার দিকে আয়েশা মারা যান।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমীর হোসেন বলেন, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি (অপমৃত্যু) মামলা প্রস্তুতি চলছে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে