শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দীঘিনালার বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ (প্রসিত) নেতা নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
  ২৪ অক্টোবর ২০২১, ২১:১৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে দীপনজ্যোতি চাকমা(৪০) নামে ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের এক নেতা নিহত হয়েছেন।

রোববার (২৪ অক্টোবর) আড়াইটার দিকে দীঘিনালা ইউনিয়নের বাঘাইছড়িমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

সে উপজেলার কবাখালি ইউনিয়নের হাচিনসনপুর এলাকার দীপঙ্কর চাকমার ছেলে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান প্রজ্ঞানজ্যোতি চাকমা জানান, হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষ চলে যাওয়ার পর নিহত দীপনজ্যোতির লাশ নিজ দলের লোকেরা নিয়ে গেছে।

ইউপিডিএফ(প্রসীত) সাজেক থানার সমন্বয়ক আর্জেন্ট চাকমা জানান, নিহত দীপনজ্যোতি ইউপিডিএফের বিচার বিভাগীয় শাখার প্রধান। তিনি ঘটনার আগে ওই এলাকায় একটি বিচার কাজে গিয়েছিলেন। এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিক দলকে দায়ী করেন তিনি।

ইউপি চেয়ারম্যান প্রজ্ঞানজ্যোতি চাকমা নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের বিরোধের জের ধরে দীপনজ্যোতি প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন।

ঘটনাটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে