টঙ্গিবাড়ীতে নৌকার মনোনয়ন পেলেন যার

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২১, ১৩:৪৮

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে ১২ জনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। যারা নৌকার প্রতিক নিয়ে এবার চেয়ারম্যান পদে নির্বাচন করবেন  তারা হলেন বর্তমান টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মোঃ দুলাল, সোনারং-টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, আড়িয়ল ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম, হাসাইল-বানাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হালদার, যশলং ইউপি চেয়ারম্যান আলমাছ চোকদার, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম  হালদার, আউটশাহী ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দর বেপারী, বেতকা ইউপি সাবেক চেয়ারম্যান শওকত হোসেন খান মুক্তার, ধীপুর ইউপি সাবেক চেয়ারম্যান মির্জা বাদশা শাহীন ও কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের আ,লীগ সাধারন সম্পাদক মো,  আনিসুর রহমান আনিস । আনিসুর রহমান মুন্সীগঞ্জ জেলা পরিষদের বর্তমান সদস্য।

 

 আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে এই ১২ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করে প্রার্থীদেরকে চিঠির মাধ্যমে জানিয়ে নিশ্চিত করেছে রোববার সকাল ১০টায়। টঙ্গিকাড়ী উপজেলা  আওয়ামী লীগ সভাপতি হাফিজ আল আসাদ বারেক  দৈনিক যায়যায়দিন প্রতিনিধিকে জানান, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাদের মনোনয়ন দিয়েছেন তাদেরকে ২৮ নভেম্বর নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

 

যাযাদি/এসএইচ