মনপুরায় খুদে ডাক্তারদের স্বাস্থ্যসেবামূলক মহড়া অনুষ্ঠিত

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২১, ১৯:০০

মনপুরা (ভোলা) প্রতিনিধি

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সামাজিক কাজে এগিয়ে আসায় উদ্বুদ্ধ করতে খুদে ডাক্তারদের স্বাস্থ্যসেবামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ভোলার মনপুরায় হাজীর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এই মহড়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য সেবামূলক কাজে পারদর্শী করে তোলা হয়।

 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার হাজীর হাট মডেল সরকারি বিদ্যালয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত খুদে ডাক্তাররা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের রক্তচাপ পরীক্ষা, চক্ষু পরীক্ষা, ওজন পরীক্ষা ও উচ্চতা পরীক্ষা করে দেখান। এছাড়াও বিদ্যালয়ে শ্রেণি পরিচালনা, পাঠদানের কৌশল ও বিদ্যালয় আঙিনা দৃষ্টিনন্দন রাখার প্রক্রিয়া হাতেকলমে করে দেখান।

 

মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজীর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক মো. ছালাহ উদ্দিন, মায়া রানী দাস, আছমা বেগম, রহিমা রিহীন, অনিমেশ দাস, খাদিজা বেগম, আয়েশা খাতুন, ছাবিনা ইয়াসমিন ও রুলিয়া মুক্তা।

 

যাযাদি/এসএইচ