লালমোহনে সুজন'র "নাগরিক সংলাপ" অনুষ্ঠিত

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২১, ১৬:১৭

লালমোহন (ভোলা) প্রতিনিধি

"রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই" প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক "নাগরিক সংলাপ" অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৩১ অক্টোবর) সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

 

সুজন'র ভোলা জেলা সভাপতি মো. মোবাশ্বের উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দর ব্যক্তিত্ব, পরিবার, সমাজ তথা রাষ্ট্র গঠন, উন্নয়ন, সুশাসন ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে শুদ্ধাচার কৌশল চর্চা অতীব গুরুত্বপূর্ণ। মানুষে মানুষে ভ্রাতৃত্ব তৈরিতে শুদ্ধাচারের ভূমিকা ব্যাপক। তাই নিজের সাথে সাথে পরিবারের সকলকে শুদ্ধাচার শেখাতে হবে। তাহলেই সমাজ তথা রাষ্ট্রে অনিয়ম, দুর্নীতি, অসাম্প্রদায়িকতা রোধ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব।

 

সুজন'র উপজেলা সমন্বয়কারী জসিম জনি'র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাকসুদুর রহমান মুরাদ, সুজন'র ভোলা জেলা সাধারণ সম্পাদক নাসির লিটনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা।

 

যাযাদি/এসআই