​ গোদাগাড়ীতে শিক্ষক মারধরের ঘটনায় ছেলেসহ ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২১, ১৪:৩৬

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

 

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাঘাইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের উপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনায় দেওপাড়া ইউনিয়নের নবনির্বাচিতসদস্য এমাজ উদ্দিন (৬০) ও তার ছেলে সিহাব উদ্দিন (৩৫) কে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

 

গ্রেফতারের বিষয়টি গোদাগাড়ী মডেলন থানা পুলিশের ওসি মো: কামারুল ইসলাম নিশ্চিত করে বলেন, বুধবার দিবাগত রাতে তাদের বাড়ী হতে ইউপি সদস্য এমাজ উদ্দিন ও তার ছেলে সিহাব কে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের জেলা হাজতেও প্রেরণ করা  হয়েছে বলে জানান।

 

জানা যায়, গত ২১ নভেম্বর দেওপাড়া ইউনিয়নের বাঘাইল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটিকে কেন্দ্র করে বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে বাদ দেওয়ার দাবি তুলে  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেনের কক্ষে ঢুকে তাঁকেসহ চার শিক্ষক এবং এক যুবককে মারপিট করা হয়। এসময় বঙ্গবন্ধু কর্ণারও ভাঙচুর করা হয়।  হামলার ঘটনায় প্রধান শিক্ষক আলতাফ হোসেন বাদী হয়ে মামলা করলে তাদের গ্রেফতার করা হয়।

 

যাযাদি/এসএইচ