নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাবেশ
প্রকাশ | ২৫ নভেম্বর ২০২১, ১৮:০৮

‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জাগো বাংলাদেশ’ স্লোগানে নোয়াখালীতে দেশ বিদেশের নাগরিক অধিকারকর্মী, নারী অধিকারকর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নোয়াখালী নারী অধিকার জোট ও বেসরকারি উন্নয়ন সংস্থা এনআরডিএস যৌথভাবে এ সমাবেশ আয়োজন করে। সকালে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্থানীয় পর্যায়ে সচেতনতার পরিসর বৃদ্ধি করা গেলে নারীর প্রতি নিপীড়ন কমিয়ে আনা সম্ভব হবে এবং সমাজে নারীর অবস্থান আরও সুসংহত হবে।’ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজকে আরও পরিবর্তনকামী চিন্তায় অগ্রসর হতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি।
নোয়াখালী নারী অধিকার জোটের আহ্বায়ক লায়লা পারভীনের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন এনআরডিএস নির্বাহী পরিচালক আবদুল আউয়াল। নারীর প্রতি শারীরিক এবং মানসিক নিপীড়ন বন্ধে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমাবেশে ভারতের গান্ধীবাদী মতাদর্শিক সংগঠন স্নেহালয়ার প্রতিনিধি ড. গিরীশ কুলকার্নী তার বক্তব্যে নারীর প্রতি চলমান সকল প্রকার নিপীড়ন বন্ধে এবং সাংবিধানিকভাবে স্বীকৃত সমতার সমাজব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে সংহতি জানিয়ে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মহিউদ্দিন লাতু, বিএনপি জাতীয় নির্বাহী কমটির সদস্য মাহবুব আলমগীর আলো, বন্ধনের পরিচালক আমিনুজ্জামান, সাংবাদিক আবু নাছের মঞ্জু, এশিয়া ফাউন্ডেশনের গভর্ন্যান্স ডিরেক্টর ইকবাল মাহমুদ, নাগরিক অধিকার নেতা কামরুল আহসান খান, তৃণমূল নারী প্রতিনিধি তাছলিমা বেগম, উম্মে কুলসুম, ইউপি সদস্য রওশন আক্তার লাকী, উন্নয়নকর্মী ফারজানা কাউসার তিথী।
বিকেলে জাগরণী সংগীত পরিবেশন করেন শিল্পীরা। এ উপলক্ষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নারীদের তৈরি দেশীয় পণ্য ও পিঠার প্রদর্শণ করা হয়।
যাযাদি/ এস