মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

​গাজীপুরের ডিসিকে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের স্মারকলিপি পেশ

গাজীপুর প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২১, ১৮:৪৪

সারাদেশের ন্যায় নদ-নদী রক্ষায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের জেলা প্রশাসককে বৃহস্পতিবার সকালে স্মারকলিপি প্রদান করেছে জেলা কমিটির সদস্যগন।

জেলা শাখার সিনিয়র সহসভাপতি এস এম মনির উদ্দিন জানান, নদীমাতৃক বাংলাদেশ খ্যাত পরিবেশ, জীববৈচিত্র, প্রাকৃতিক ভারসাম্য, মানুষের জীবন জীবিকা, অর্থনীতি, সাহিত্য-সংস্কৃতি, সামাজিক বন্ধন সব কিছুই আবহমান কাল থেকে নদ-নদীর উপর নির্ভরশীল ছিল। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ২০০৫ সালের ২৫ নভেম্বরের সূচনালগ্ন থেকে নিরলসভাবে কাজ করে আসছে।

নদ-নদী রক্ষায় হাইকোর্ট ইতোমধ্যে নদীগুলোকে জীবন্তস্বত্ত্বা হিসেবে ঘোষণা দিয়েছেন। যারা নদীগুলোকে ক্ষতিগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনেরও দাবী জানান। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে ১৭ দফা দাবী উত্থাপন করে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের হাতে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডা. বোরহান অরণ্য, জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি এস এম মনির উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আরিফ আহাম্মেদ, অর্থ সম্পাদক সাব্বির আহমেদ রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হযরত আলী প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে