বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​ টেকনাফে আইস'সহ যুবক আটক

টেকনাফ প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২১, ১২:০৯

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ইয়াবার পাশাপাশি এবার মিয়ানমার থেকে আসছে আরেক ভয়াল মাদক ক্রিস্টাল মেথ আইস। নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আটক করেছে বিজিবি।

শনিবার রাতে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়ানের দমদমিয়া বিওপি'র দায়িত্বপূর্ন এলাকা জালিয়ারদ্বীপ সংলগ্ন মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের চালানটি প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে কৌশলগত ভাবে অবস্থান নেয় বিজিবি'র জওয়ানেরা। কিছুক্ষণ পর একটি নৌকা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা মাত্রাই তাদের ধাওয়া করে একজন কে আটকের পর নৌকাতে তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করে বিজিবি।

রবিবার (২৮ নভেম্বর) সকালে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মাদ ইফতেখার এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, আটক যুবকের নাম মোঃ রফিক মিয়া (৩৭)। সে উপজেলার হ্নীলা ইউপির নোয়া পাড়া গ্রামের মৃত জহির আহমেদ ছেলে। মাদক আইস’সহ আটক রফিককে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে