শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

হাতিয়া প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২১, ১৪:১১

"মুজিব বর্ষের অঙ্গিকার কৃষি হবে দুর্বার” এই স্লোগানে অনুষ্ঠিত হলো কৃষক মাঠ দিবস। রবিবার সকালে নোয়াখালী হাতিয়া উপজেলার চরকিং বালুরদেইল গ্রামে অনুষ্ঠিত হয় এই মাঠ দিবস।

উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন এন এল এফ সি সি প্রকল্পের মনিটরিং অফিসার আবু নঈম মো: সাইফুদ্দিন। বক্তব্য রাখেন জেলা উপ-পরিচালক সহিদুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জসিম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান।

শতাধিক কৃষক কৃষানীর অংশগ্রহনে অনুষ্ঠিত মাঠ দিবসে বারি মাসকলাই-৩ এর উপর আলোচনা করেন বক্তরা। হাতিয়াতে ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০ হেক্টর জমিতে মাসকলাই ডাল চাষ করা হচ্ছে। এর মধ্যে উপজেলা কৃষি অফিসের নিজস্ব তত্বাবধানে ১০টি প্রর্দশনী রয়েছে। যাতে দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দেওয়া নিয়ম মেনে কৃষকরা এই ডাল চাষ করছেন।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে