বরিশালে ভোট কেন্দ্র পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২১, ১৮:৪৮

বরিশাল অফিস

 

 

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে বরিশাল বিভাগের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল ও রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। রবিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই তারা বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তারা ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানে আশ্বস্ত করেন।

 

  বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল বলেন, কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই বরিশাল বিভাগে ২৪টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট শুরুর পর থেকেই ভোটারদের উপস্থিতি ছিলো আশানরুপ। স্বাচ্ছন্দ্যে ও উৎসবমুখোর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে আমরা অঙ্গীকারবদ্ধ। বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, বরিশাল রেঞ্জের কোনো স্থানেই ভোট কেন্দ্র গোলযোগ করার সুযোগ মেলেনি কারো। আমরা স্বচ্ছতা ও শতভাগ নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করেছি। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নাগরিকদের প্রতি আমরা কৃতজ্ঞ।

 

যাযাদি/ এস