জলঢাকায় উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন সম্পন্ন

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২১, ১৭:০৫

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

 

 

নীলফামারীর জলঢাকায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। রোববার উপজেলার ১১টি ইউনিয়নে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৬ জন, জাতীয় পার্টি (এরশাদ) লাঙ্গল প্রতীক নিয়ে ১ জন ও স্বতন্ত্র প্রার্থী ৪ জন বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২১ হাজার ৫৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৬৪৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ৮৯৩ জন। ১০৬টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে ভোট গ্রহণ।

 

এতে বেসরকারী ভাবে উপজেলার বালাগ্রাম ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আহম্মেদ হোসেন (ভেন্ডার), গোলনা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মশিয়ার রহমান, ধর্মপাল ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আবু তাহের, কাঠাঁলী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে সোহরাব হোসেন তুহিন, ডাউয়াবাড়ী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে সাইফুল ইসলাম মুকুল, শিমুলবাড়ী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে হামিদুল হক, শৌলমারী ইউনিয়নে লাঙ্গল প্রতীক নিয়ে নুরুজ্জামান জামান, কৈমারী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ছাদেকুল সিদ্দিক,গোলমুন্ডা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে মিজানুর রহমান, মীরগঞ্জ ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে গোলাম মোস্তফা মানিক, খুটামারা ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে রকিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

 

রাত ১.৩০মিনিটে উপজেলা পরিষদ হলরুমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ এসব ফলাফল বেসরকারী ভাবে ঘোষণা করেন।

 

যাযাদি/এসআই