শিবচরে মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২১, ২১:৪১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

 

 

 

 

মাদারীপুরের শিবচরে বর্নাঢ্য আয়োজনে মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

 

সোমবার (২৯ নভেম্বর) সকালে মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারী বরহামগঞ্জ কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।

 

জানা যায়, মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিবচর সরকারী বরহামগঞ্জ কলেজে প্রাঙ্গনে সোমবার দিনবাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে কলেজ ছাত্র-ছাত্রী সংসদ। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়। এরপর কলেজ ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী উপস্থিত ছিলেন। সরকারী বরহামগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা আক্তারের সভাপতিত্বে এসময় শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান  (তোতা),  উপজেলা যুবলীগ সভাপতি মো: ইলিয়াস হোসেন পাশা, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: রাজিব ঢালী, সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর, সরকারী বরহামগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) শ্রাবন সোহাগ উপস্থিত ছিলেন।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ভিপি কাজী শাওন ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্র-ছাত্রী সংসদের জিএস তাইবা ইসলাম ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রুবেল তালুকদার। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান সংগীত শিল্পী ঐশী, সজল ও নয়ন বাউল গান পরিবেশন করেন।

 

যাযাদি/এসআই