​ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ভেড়ী বিতরণ

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২১, ১৮:৪১

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার সকালে স্টেডিয়াম মাঠে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে উন্নতজাতের ভেড়ী বিতরণ করা হয়েছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়নে ৪০০ ভেড়ী বিতরণ করা হবে । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সাদিয়া আফরিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম ও ট্রাইবাল ওয়েলফেয়ার চেয়ারম্যান নবেশ খুকশি প্রমুখ ।

 

অনুষ্ঠানের সভাপতি ইউএনও বলেন প্রত্যেককে ২টি করে ২০০জনকে ৪০০ ভেড়ী প্রদান করা হবে । তা  জবাই করে গোসত খাওয়া এবং বিক্রি না করে যত্ন ও পরিচর্চা, লালন পালনের মধ্যদিয়ে বংসবৃদ্ধি করে আর্থিক সচ্ছতা ফিরে আনার জন্যে উপকারভোগীদের প্রতি আহ্বান রাখেন । অনুষ্ঠানে সংশ্লিষ্ঠ অফিসের কর্মকর্তা/কর্মচারি ও উপকারভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠিরা উপস্থিত ছিলেন ।

 

যাযাদি/ এস