​ পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২১, ১৩:৪১

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

 

দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে জংশন এলাকায় যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আমির হোসেন (৬৯) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে রেলওয়ে লোকো সেডের পাশের রেলপথে এই ঘটনা ঘটে

 

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার সকালে পার্বতীপুর রেলওয়ে জংশনে অদূরে রেলওয়ে লোকো সেড এলাকায় রেললাইন ধরে হেঁটে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় আমির হোসেন নামক এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পার্বতীপুর শহরের ইসলামপুর এলাকার আহাম্মদ আলীর পুত্র এবং জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ক্যাশ অফিসার। প্রতিদিনের ন্যায় তিনি রেলপথ দিয়ে হাঁটাহাটি করার সময় চিলাহাটি থেকে খুলনা গামী যাত্রীবাহী রকেট মেইল ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে ঢোকার পথে তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। তার মৃতদেহ উদ্ধার করে আত্বীয়স্বজনের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছো।

 

যাযাদি/ এমডি