​মানিকছড়িতে ৩শ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২১, ১৬:৪৫

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

 

 

খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৩শ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩লক্ষ টাকা। বুধ ও বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে মানিকছড়ি উপজেলার ধর্মঘর ও ফকিরনালা এলাকা থেকে এইসব অবৈধ কাঠ জব্দ করে সেনাবাহিনী।

 

বনবিভাগ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার ফকিরনাল এলাকায় এবং বৃহস্পতিবার সকালে ধর্মঘর এলাকায় পাচারের উদ্দেশ্যে অবৈধ কাঠ জমায়ের খবরে সেনাবাহিনী অভিযান চালিয়ে মালিক বিহীন ৩শ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করে বনবিভাগে হস্তান্তর করে। যার বাজারমূল্য আনুমানিক ৩লক্ষ টাকা।

 

উপজেলার বনবিভাগের রেঞ্জার উহ্লামং চৌধুরী কাঠ জব্দের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, জব্দকৃত কাঠ বনবিভাগের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে বন আইনে পৃথক দুইটি মামলার প্রস্তুতি চলছে।

 

যাযাদি/এসআই