​রাজনগরে নৌকার প্রার্থীদের নিয়ে বর্ধিত সভা

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২১, ১৭:৫৩

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

 

মৌলভীবাজারের রাজনগরে আওয়ামী লীগ বর্ধিত কর্মী সভা করেছে। সভায় উপজেলার ৭ ইউনিয়নের নৌকার প্রার্থীরা উপস্থিত থাকলেও কামারচাক ইউনিয়নের নৌকার প্রার্থী মো. আতাউর রহমান অনুপস্থিত ছিলেন।

 

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখতের সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মিছবাহুর রহমান।

 

মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরজান আহমদের সঞ্চালনায় আয়োজিত বর্ধিত সভায় ছিলেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ফতেহপুর ইউনিয়নের বখতিয়ার উদ্দিন আসুক, উত্তরভাগ ইউনিয়নের মো. সোহেল আলম, মুন্সিবাজার ইউনিয়নের মো. ছালেক মিয়া, পাঁচগাঁও ইউনিয়নের সিরাজুল ইসলাম ছানা, রাজনগর ইউনিয়নের রেজাউল করিম সোহেল, টেংরা ইউনিয়নের মোহাম্মদ মাহমুদ উদ্দীন ও মনসুরনগর ইউনিয়নের মিলন বখত। এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

এদিকে কামারচাক ইউনিয়নের নৌকা প্রতীক প্রত্যাশী জেলা যুবলীগের সহসভাপতি নজমুল হক সেলিমের মনোনয়ন পরিবর্তন করে ওই ইউনিয়নে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপজেলা আহবায়ক মো. আতাউর রহমানকে মনোনয়ন দেয়া হয়। এ ইউনিয়নে কয়েকবার প্রার্থী বদল করায় আওয়ামী লীগ বলয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জেলা জুড়ে চলে আলোচনা সমালোচনার ঝড়। এই বিতর্কের মধ্যেই কামারচাকের প্রার্থী মো. আতাউর রহমান বর্ধিত সভায় উপস্থিত ছিলেন না।

 

সভায় উপস্থিত হওয়া নিয়ে মো. আতাউর রহমান বলেন, আমি সভায় থাকার জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত মহোদয়ের কাছে ফোন করেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন, কামারচাক ইউনিয়নে নৌকার প্রার্থী নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। ৬ ডিসেম্বর পরে তারা আমার বিষয়ে বলতে পারবেন। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছ থেকে কোন নির্দেশনা পাননি।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত বলেন, কামারচাক ইউনিয়নের নৌকার প্রার্থী নিয়ে চূড়ান্ত সিন্ধান্ত হয়নি। এক পক্ষ আপিল করেছেন। উভয় পক্ষই আসতে চেয়েছিলেন। আমরা বলেছি চূড়ান্ত সিদ্ধান্তে যে প্রার্থী হবেন তাকে নিয়ে সভা করা হবে।

 

যাযাদি/এসআই