বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

​ দিরাইয়ে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২১, ১৯:৪৭

ভাইয়ের চাচা শশুরকে তালই সম্বোধন করা কে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাইয়ে দু'ক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের লালমোহন বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাস ছয়মাস আগে একই গ্রামের শশাঙ্ক দেবনাথের মেয়ে শান্তনা দেবনাথকে প্রেমের সূত্রধরে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় শান্তনার পরিবার মামলা করলে ওই মামলায় রাজন বিশ্বাস দেড়মাস জেল খেটে জামিনে মুক্তি পেয়ে স্ত্রী শান্তনাকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছেন । শনিবার রাতে রাজনের ভাই শান্তনার চাচা নীরেশ দেবনাথকে তালই সম্বোধন করলে তিনি রেগে যান এবং দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হন।

সংঘর্ষে উভয়পক্ষের আহতরা হলেন, রাজন বিশ্বাস, সাজন বিশ্বাস, দিবীন্দ্র বিশ্বাস, জীতেশ বিশ্বাস, স্বপন বিশ্বাস, নিরঞ্জন বিশ্বাস, ধরনী বিশ্বাস, রেনু বিশ্বাস, শান্তনা বিশ্বাস, সাগর বিশ্বাস, কাজল বিশ্বাস, জগবন্ধু দেবনাথ, রতিন্দ্র দেবনাথ, বাবুল দেবনাথ, বিপুল দেবনাথ, বনবামালি দেবনাথ, প্রদীপ দেবনাথ, শ্যামল দেবনাথ, কান্ত দেবনাথ, রেখা দেবনাথ, বিজয়া দেবী, রুহিনী দেবী, সুচিত্রা দেবী।

গুরুত্ব আহতদের দিরাই সরকারি হাসপাতালে ভর্তি ও বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ওসি (ভারপ্রাপ্ত) আকরাম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাযাদি/এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে