​মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইক্লিং শোভাযাত্রা

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২১, ২১:৪৪

গোপালগঞ্জ প্রতিনিধি

 

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে গোপালগঞ্জে সাইক্লিং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এই সাইক্লিং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 

বিকেল ৪ টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম-এর নেতৃত্বে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসানসহ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগন ও সাইক্লিং শোভাযাত্রায় অংশগ্রহনকারীরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া থেকে ৭জন নারী সাইক্লিষ্টসহ ২৬ জনের একটি সাইক্লিং টিম শোভাযাত্রায় অংশ নেন।

 

এই টিমটি মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সকালে গোপালগঞ্জ ত্যাগ করবে এবং ১৮টি জেলা অতিক্রম করে তারা কক্সবাজার গিয়ে এই শোভাযাত্রা শেষ করবে।

 

সন্ধ্যায় স্থানীয় শেখ ফজলুল হক মনি অডিটরিয়মে বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

যাযাদি/ এস