উখিয়ায় মুক্তি'র উদ্যোগে উপকারভোগী ও সেবা প্রদানকারীদের সংযোগ বিষয়ক কর্মশালা

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২১, ২১:১৬

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

 

 

কক্সবাজারের উখিয়ায় স্থানীয় প্রকল্প উপকারভোগীদের সাথে সেবা প্রদানকারীদের সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার  ( ৮ ডিসেম্বর) আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা  ইউএনএইচসিআরের  সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার  আয়োজিত  কর্মশালায় সভাপতিত্ব করেন,  উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা  প্রসেনজিৎ তালুকদার ।

 

উখিয়া  প্রেসক্লাব কনফারেন্স রুমে  অনুষ্ঠিত কর্মশালায়  বক্তব্য রাখেন উপজেলা মহিলা  বিষয়ক  কর্মকর্তা  শিরিন ইসলাম ,  উপজেলা  সমাজ সেবা  কর্মকর্তা আল মাহমুদ হোসেন,  উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা কামরুল হাসান সুমন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  শামীম  ইউএনএইচসিআরের প্রতিনিধি  শাহাদাৎ হোসেন  ও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  ফারুক আহমদ ।

 

মুক্তি কক্সবাজার  এর প্রকল্প কর্মকর্তা  মোঃ আমিনুল ইসলামের উপস্থাপনায়  সংযোগ বিষয়ক কর্মশালায়  স্বাগত বক্তব্য রাখেন  মুক্তির প্রকল্প সমন্বয়কারী  মোহাম্মদ ওসমান গনি।  বক্তব্য রাখেন   মুক্তি কক্সবাজার এর  আবেদা সুলতানা লিজা  স্থানীয় উপকারভোগীদের মাঝে  লাইলা বেগম,  মনোয়ারা বেগম , নুরু ছাপা ও পেঠান আলী। 

 

কর্মশালায় সবজি উৎপাদন,  হাঁস মুরগি ও ছাগল পালন ,  মৎস্য চাষ,  জৈব সার উৎপাদন  এবং দক্ষতা অর্জন    বিষয়ে পরামর্শ ,  রোগবালাই দমনে  প্রতিকার  সহ সুযোগ-সুবিধা গ্রহণে  উদ্যোক্তাদেরকে  সরকারি সেবা প্রদানকারী  প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে  সংযোগ বাড়ানোর উপর   গুরুত্বারোপ করা হয় ।

এ সময়  এনজিও সংস্থা ব্রাক ,  ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি,  সাংবাদিক   সহ স্থানীয় উপকারভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

যাযাদি/ এস