বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে দাবা লীগ শুরু

গাজীপুর প্রতিনিধি
  ০৮ ডিসেম্বর ২০২১, ২১:০১

গাজীপুর জেলা পুলিশের আয়োজনে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বুধবার থেকে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে ১ম বিভাগ দাবা লীগ ২০২১-২০২২ শুরু হয়েছে। প্রথম দিনে ১০ টি দলের মোট ২০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। পাঁচ দিন ব্যাপী দাবা লীগের আয়োজনে মোট ৬০ জন অংশ গ্রহন করবেন।

গাজীপুরে দীর্ঘদিন ধরে কোনো ধরনের খেলাধুলার আয়োজন নেই। এর মধ্যে করোনাকালীন সময়ে খেলাধুলা যেন হারিয়েই গেছে। এরই মধ্যে গাজীপুর জেলা পুলিশের এই আয়োজনকে সবাই সাধুবাদ জানিয়েছে।

গাজীপুর জেলা প্রথম বিভfগ দাবা লীগ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম । এছাড়া গাজীপুর জেলা পুলিশ এবং জেলা ক্রীড়া সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. ছানোয়ার হোসেন জানান, গাজীপুর জেলার ১০ টি দাবা দলের অংশগ্রহনে ৫ দিন ব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলায় সহযোগিতায় করছে জেলা ক্রীড়া সংস্থা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে