​রাণীনগরে বীর নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২২, ২০:০৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

 

 

নওগাঁর রাণীনগরে ‘বীর নিবাস’ নামে একটি বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকমুনু গ্রামের বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলীর নামে বরাদ্দকৃত এই বীর নিবাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

 

স্থানীয় এমপি আলহাজ আনোয়ার হোসেন হেলাল ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাস নির্মাণ প্রকল্পের আওতায় বীর নিবাস নির্মাণের জন্য প্রায় সাড়ে ১৩ লাখ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ হবে।

 

যাযাদি/এস