শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​খুলনায় শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রীশ্রী শীতলাবাড়ী ৫ দিনব্যাপী মহা নামযজ্ঞের সমাপন

খুলনা অফিস
  ১২ জানুয়ারি ২০২২, ১৭:০৯

খুলনায় শত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী শীতলা মায়ের মন্দিরে ৫ দিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান বুধবার ভোরে কুঞ্জভঙ্গের মধ্য দিয়ে সমাপন হলো। খুলনা জেলার সিটি কর্পোরেশন এলাকার ২৭ নং ওয়ার্ডের শত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী শীতলা মাতা ঠাকুরানির মন্দির ও দোলখোলা গত ৬ জানুয়ারি মধ্যরাতে শুভ অধিবাসের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী ৪০ প্রহর ৫৮তম শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান খুলনার ২নং সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল এমপি ও খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার এবং সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ সকল পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা বলয় ও খুলনা ২ আসনের এমপির আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে মহা নামযজ্ঞা অনুষ্ঠান পরিচালনা কমিটিকে আরও আশ্বস্ত প্রদান করে বলেন, ‘আমার পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করে সাম্প্রদায়িকতাকে উৎখাতে সকল অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করার জন্য দেশের সরকারসহ প্রশাসনিক সার্বক্ষণিক অগ্রভ‚মিকা আপনাদের সঙ্গে থাকবে’।

এদিকে দোলখোলা শ্রীশ্রী শীতলা মন্দিরের মহা নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি শ্যামা প্রসাদ কর্মকার যায়যায়দিনকে বলেন, ‘গত দুই বছর দেশে এক মহামারি করোনার কালোছায়া থাকার কারণে আমরা খুলনা জেলার অন্যতম ঐতিহ্যবাহী দোলখোলা শীতলাবাড়ীর মহা নামযজ্ঞ করোনাকালীন সরকারি বিধিনিষেধ থাকায় আয়োজন করতে না পারার কারণে সকল নামযজ্ঞ ভক্ত অনুরাগীদের হৃদয় ছিল প্রতীক্ষমাণ পিপাসিত।

তাই চলতি বছরে করোনার প্রকোপ একেবারে শূন্যের কোঠায় আসার কারণে সাম্প্রদায়িকতার বর্ণ বিভেদ, হিংসা, বিদ্বেষ আর কুসংস্কারে আজকের পৃথিবী যখন আবিলতাময় ঠিক এমনই অনাসৃষ্টির মুহ‚র্তে পরমপুরুষ কলিযুগ পবন অবতার শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সনাতনী শাশ্বত বাণী হরিনাম প্রচার ও জগতের কল্যাণার্থে এবার সকল স্বাস্থ্যবিধি মেনে হাজারো ভক্তের সর্বকালের সেরা উপস্থিতিতে উৎসব আনন্দের মধ্য দিয়ে আজ ভোরে ব্রহ্মমুহ‚র্তে নাম সমাপন কুঞ্জভঙ্গ, নগর পরিক্রমা মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ ও দুপুর ৩ ঘটিকায় মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠানের সমাপন হয়।

তবে এবার নাম সুধা বরিষনে অখÐ নাম পরিবেশন করেছেন দেশের স্বনামধন্য ৬টি কীর্ত্তনীয়া দলÑ ১) মীরা সম্প্রদায়, গোপালগঞ্জ, (২) শিব মন্দির সম্প্রদায়, রাজবাড়ী, (৩) জয়রাই সম্প্রদায়, গোপালগঞ্জ, (৪) সোনার গোপাল সম্প্রদায়, পিরোজপুর, (৫) গৌরাঙ্গ সম্প্রদায়, ঢাকা, (৬) দেব নারায়ণ সম্প্রদায়, সাতক্ষীরা।

নাম শুরুর মুহ‚র্ত থেকে দূরদূরান্ত থেকে আগত সকল ভক্তসহ স্থানীয় শ্রবণার্থীদেরও নামযজ্ঞ উদ্যাপন কমিটির সার্বিক সহযোগিতায় প্রতিদিন অফুরন্ত খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়েছে ভক্তদের মাঝে। সকল ভক্তের কথা আমরা দুই বছর অপেক্ষার পর এবার ভগবান শ্রী গৌর সুন্দরের নাম শ্রবণ করে পাপিত জীবনের পিপাসা মিটিয়ে নামযজ্ঞ সমার্পণের মধ্য দিয়ে ভগবানের নিকট এই বৈশ্বিক মহামারি করোনার ছোবল থেকে যেন কৃপা করে সকল জাতিকে মুক্তি প্রদান করেন এই কৃপা প্রার্থনা করে ভগবানের শ্রী চরণে আর্তি জানিয়ে বলেন আশাশুনী থেকে আসা ভক্ত শ্রীবাস প্রসাদ গোস্বামী ও স্থানীয় ভক্ত রুদ্র সাহা (বিপ্র)।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে