বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​ঝিনাইগাতীতে সরকারের বিধিনিষেধ মানতে জনসচেতনতায় মাস্ক বিতরণ

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
  ১২ জানুয়ারি ২০২২, ২১:১২

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সারাদেশের ন্যায় কোভিড-১৯ করোনাভাইরাস ওমিক্রন ঠেকাতে সরকারের দেওয়া ১১টি বিধিনিষেধ ১৩ জানুয়ারি থেকে বাস্তবায়নের জন্যে উপজেলা প্রশাসন কাজ শুরু করেছে।

বুধবার জেলা প্রশাসক মোমিনুর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের নির্দেশে জনসচেতনতার উদ্দেশ্যে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বিনামূল্যে জনতার মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন পথচারী ও দোকানদারকে মাস্ক পরিয়ে দিয়ে জনসচেতনতা করেন।

স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণকে চলাফেরা, ব্যবসাবাণিজ্য পরিচালনা করার জন্যে বলেন। করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সরকারের দেওয়া বিধিনিষেধ মানা ও মাস্ক বাধ্যতামূলক পরিধান করার জন্যে আহŸান রাখেন এই কর্মকর্তা ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে