মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

​পবিত্র ইসলাম-শান্তির ধর্ম, মানবতার ধর্ম : নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ১২ জানুয়ারি ২০২২, ২১:৪৮

নেত্রকোনা জেলা শহরের ধারিয়া জামিয়াতুস সুফফাহ রাবিয়া রহমান মাদ্রাসার উদ্যোগে বুধবার হিফজ সমাপনকারী ছাত্রদের দিস্তারবন্ধী উপলক্ষে বার্ষিক ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা আজিজুর রহমানের সভাপতিত্বে ইসলামী মহা-সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন নেত্রকোনা জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক-১ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. নজরুল ইসলাম খান। ইসলামী মহা-সম্মেলনের প্রধান বক্তা ছিলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। মহা-সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার রানা তাজউদ্দিন। অন্যানোর মধ্যে বয়ান করেন হযরত মাওলানা আহমাদুল হক, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, মাওলানা আবদুল কাইয়ুম, মাওলানা কাউসার আহমদ হাসানী, মাওলানা মুফতি মামুনুর রশিদ, মাওলানা শরীফুজ্জামান রাজিবপুরী, মাওলানা আলী আকবর হোসাইনী, জামিয়াতুস সুফফাহ রাবিয়া রহমান মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. হেলাল উদ্দিন শেখ, হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান প্রমুখ।

বার্ষিক ইসলামী মহা-সম্মেলনের প্রধান অতিথির বয়ানে জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক-১ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. নজরুল ইসলাম খান বলেন, পবিত্র ইসলাম শান্তির ধর্ম-মানবতার ধর্ম। মহান আল্লাহপাক রাব্বুলআলামিন যেন সকলকে ওমিক্রম, কোভিড-১৯সহ সকল ধরনের সংক্রমনের হাত থেকে সবমসয় হেফাজত করেন। তিনি সকল মুসুল্লীগণককে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে আগাম মোবারকবাদ জানিয়ে বলেন, প্রত্যেককে নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দুরত্ব অনুসরনসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরনে সকল মুসুল্লীগনকে সচেতন থাকতে হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে