বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

​বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বরিশাল অফিস
  ১৩ জানুয়ারি ২০২২, ১৯:১৩

বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করীম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ এনামুল হক। তিনি বলেন, ওপেন হাউজ ডে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে জনগণের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতুবন্ধন।

তাই ওপেন হাউজ ডে তে, উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। প্রধান অতিথি আরো বলেন, পুলিশ জনতার মিলনমেলায় ওপেন হাউজ ডে এমন একটি টুলস যেখানে সরাসরি ভুক্তভোগী সহ সমাজের সার্বিক চিত্র উঠে আসে যা আমাদের নজরে নেই। এজন্যই ওপেন হাউজ ডে পুলিশের জন্য অতীব গুরুত্বপূর্ণ। সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএমপির উপ-কমিশনার (দক্ষিন) মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করীম ও মোঃ ফারুক হোসেন এবং কাতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার শারমিন সুলতানা রাখী।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে