বরিশাল জেলায় নতুন সিভিল সার্জন হিসাবে যোগদান করেছেন ডাঃ মারিয়া হাসান। এই প্রথম কোন নারী বরিশাল জেলা সিভিল সার্জন হিসেবে যোগদান করলেন। এর আগে তিনি বরগুনা জেলা সিভিল সার্জন হিসাবে কর্মরত ছিলেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেনকে সম্প্রতি পদোন্নতি প্রদান করা হয়। পদন্নতীজনিত বদলী নিশ্চিত হলে তার স্থলে পদায়ন করা হয় বরগুনার সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসানকে। পদন্নতী হলেও ডাঃ মনোয়ার হোসেনকে নতুন কর্মস্থলে পদায়ন না করায় বদলীর আদেশের পরও যোগদান করতে পারেননি ডাঃ মারিয়া হাসান।
অবশেষে গত ৬ জানুয়ারি ডাঃ মনোয়ার হোসেন নতুন কর্মস্থল গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করলে ওই দিনই বরিশালের সিভিল সার্জন হিসেবে দায়িত্বভার নেন ডাঃ মারিয়া হাসান।
যাযাদি/এসআই
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd